Friday 26 April 2013

৪৮ ঘণ্টা পর শিল্প পুলিশের দুই সদস্য জীবিত উদ্ধার

সাভারে রানা প্লাজা ধসে পড়ার ঘটনার ৪৮ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল নয়টার দিকে শিল্প পুলিশের দুই সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের এখন সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এই দুজন হলেন শিল্প পুলিশের গোয়েন্দা শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল ও কনস্টেবল রফিকুল ইসলাম।
শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভবন ধসে পড়তে পারে—এমন গুজব শুনে গত বুধবার সকালে এএসআই মুকুল ও কনস্টেবল রফিকুল রানা প্লাজা পরিদর্শনে যান। তাঁরা তিন তলায় অবস্থানকালে সকাল পৌনে নয়টার দিকে ভবনটি ধসে পড়ে। এতে তাঁরা দুজন আটকা পড়েন। 
News24
আজ সকাল নয়টার দিকে জীবিত অবস্থায় তাঁদের উদ্ধার করে সাভার সিএমএইচে ভর্তি করা হয়। 
শিল্প পুলিশের আশুলিয়া অঞ্চলের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, মুকুল ও রফিকুল দুজনই সুস্থ রয়েছেন। তাঁরা শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন।

Source: prothom-alo

0 comments:

Post a Comment