Thursday 25 April 2013

ফাটল ধরায় সাত মসজিদ মার্কেটের ভবন বন্ধ

ফাটল ধরায় রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ সুপার মার্কেটের ভবন বন্ধ করে রেখেছে পুলিশ। গতকাল বুধবার রাত দুইটার দিকে চতুর্থ তলায় পিলারের একপাশে ফাটল দেখে সবাই হুড়োহুড়ি করে নিচে নেমে যায়। আজ বৃহস্পতিবার সকাল থেকে ভবনটি বন্ধ করে দেওয়া হয়। ভবনের নিরাপত্তাকর্মী আবদুল জলিল বলেন, ‘গতকাল বুধবার রাতে এই ফাটল দেখতে পেলাম। এর আগে এটা দেখিনি।’ এ বিষয়ে একমত পোষণ করে ২৪ নম্বর দোকানের মালিক আবদুস সাত্তার বলেন, ‘মালিক আমাদের সঙ্গে বেইমানি করছেন, আমাদের পাওনা বুঝিয়ে দিলে আমরা চলে যাব।’ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতি না পাওয়া পর্যন্ত ভবনটি বন্ধ রাখা হবে।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি সাভারের ভয়াবহ দুর্ঘটনায় আমরা সবাই আতঙ্কিত।’ সরেজমিনে ভবন পরিদর্শনে গিয়ে রাজউকের প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম বলেন, ‘প্ল্যান না দেখে বোঝা যাচ্ছে না পুরো ভবন কতখানি ঝুঁকিপূর্ণ।’ তিনি আরও বলেন, ভবনে নিরাপত্তার ব্যবস্থা নেই। এ ছাড়া সাততলা ভবনে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। তবে সিটি করপোরেশনের প্রকৌশলী মহিউদ্দিন বলেন, এই ফাটল খুব বেশি বিপজ্জনক নয়। মালিককে তলব করা হয়েছে। সব কাগজ দেখে তার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। সাত মসজিদ মার্কেটের ওই সাততলা ভবনের নিচতলা মার্কেট এবং দোতলা থেকে ষষ্ঠ তলায় পোশাকের কারখানা রয়েছে। পাঁচটি পোশাক কারখানা হলো ওয়াল ভিক্টরি, এজিএস অ্যাপারেল, স্বপন আক্রিটেক, ট্রেড সুইট হার্ট ও ট্রেড ফ্যাশান। এ ছাড়া সপ্তম তলায় মেস ভাড়া দেওয়া রয়েছে।তবে এই ফাটল ভবনের মালিকের সৃষ্টি করা বলে অভিযোগ করেছেন মালিক সমিতির সভাপতি শমশের আলী। এ বিষয়ে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘এই ফাটল মালিকের সৃষ্টি করা। এটা আগে ছিল না।’ তিনি আরও জানান, মালিক সিরাজউদ্দিনের কাছ থেকে ৯৯ বছরের জন্য ইজারা নেওয়া হয়েছে। বর্তমানে তিনি নতুন করে ভবন নির্মাণ করতে চান। তবে চুক্তি অনুযায়ী বিষয়টি নিয়ে ঝামেলা চলছিল। এ বিষয়ে মালিক সিরাজ উদ্দিন জানান, এমন অভিযোগ সত্য নয়। অনেক দিন ধরেই এ ফাটল দেখা দিয়েছে।

0 comments:

Post a Comment