চার বছর পর টেস্ট জয়। টেস্ট মর্যাদা পাওয়ার পর চতুর্থ বিজয়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ সমান করা এই জয়ের পরও উচ্ছ্বাসের আতিশয্য নেই বাংলাদেশ দলে। দেশে সাভারের ভবনধসে অসংখ্য মৃত্যু ঢেকে দিয়েছে সব আনন্দ, সব উচ্ছ্বাস।
Bangladesh Cricket Team
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে এই জয় উৎসর্গ করেছেন সাভারের ভবনধসে মৃত্যুবরণ করা মানুষের প্রতি।
সাভারের ভবনধসের পরদিন শুরু হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি। ওই দিন দেশে জাতীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ দল হাতে পরেছিল শোকের প্রতীক কালো রঙের ব্যান্ড। টেস্ট ম্যাচটি জিতে সাকিব-মুশফিক-রবিউল-জিয়ারা দেশের শোকাচ্ছন্ন মানুষের মুখে একটু হলেও হাসির পরশ বুলিয়ে দিলেন।
এই শোকাকুল সময়েও দেশবাসীর স্যালুট তাদের প্রাপ্যই!
Bangladesh Cricket Team
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে এই জয় উৎসর্গ করেছেন সাভারের ভবনধসে মৃত্যুবরণ করা মানুষের প্রতি।
সাভারের ভবনধসের পরদিন শুরু হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি। ওই দিন দেশে জাতীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ দল হাতে পরেছিল শোকের প্রতীক কালো রঙের ব্যান্ড। টেস্ট ম্যাচটি জিতে সাকিব-মুশফিক-রবিউল-জিয়ারা দেশের শোকাচ্ছন্ন মানুষের মুখে একটু হলেও হাসির পরশ বুলিয়ে দিলেন।
এই শোকাকুল সময়েও দেশবাসীর স্যালুট তাদের প্রাপ্যই!
0 comments:
Post a Comment