Saturday 27 April 2013

২ মে সারা হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট

আগামী ২ মে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সাভারে ভবন ধসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
এছাড়াও সাভারের রানা প্লাজা ধসে পড়ার প্রতিবাদে ৩০ এপ্রিল শোক দিবস পালন করবে ১৮ দলীয় জোট। ওই দিন শোক র‌্যালিও বের করবে তারা। 
News24
৪ মে ঢাকায় একটি জনসভা করবে ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন। 
আজ শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোট নেতাদের এক বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ এক প্রেস বিফ্রিংয়ে জোটের পক্ষ থেকে এ ঘোষণা দেন।
এর আগে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক হয়। এর পর ১৮ দলীয় জোটের এক বৈঠক হয়। বৈঠকে জোট নেতারা অংশ নেন।


Source: prothom-alo

0 comments:

Post a Comment