Tuesday 14 May 2013

একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ ১৮ মে থেকে

২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালা অনুযায়ী ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৮ মে। আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী ৬ জুন।
Education News
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী জানান, নীতিমালাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে। নীতিমালা অনুযায়ী, আগের মতো এসএসসি ও সমমানের পরীক্ষার জিপিএর ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি করা হবে। আবেদন গ্রহণের পর ভর্তির জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১৬ জুন। বিলম্ব ফি ছাড়া ভর্তির শেষ তারিখ ৩০ জুন। আগামী ১ জুলাই ক্লাস শুরু হবে।

source: prothom-alo

0 comments:

Post a Comment